নেশা

আমি তুমি কেউ নয় সবটাই দু'দিনের
এই সুখ এই মোহ ঘরবার,সংসার....
কিছু নয় কেউ নয় শুধু এক খেলাঘর
এই দেহ এই রুপ সবটাই যাপনের
দু'দিনের যাতায়াত খুনসুটি বিনিয়োগ
কিচ্ছু না মেকী সব পুরোটাই জীবনের !

মানুষটা কি এমন কিবা ছিল জানবার
দু'দিনের সুখ ছাড়া ছিল নাতো বলবার
সে তো ছিল জীবনের দুরাচার সন্ধি...
পয়সা আরাম কিনে ঠেসে ছিল ফন্দি
দু'আনার কেনা ছিল আড়ালের আহ্লাদ
মরে গেল ছেড়ে গেল যাপনের প্রণিপাত !

আরো কত সুখ আছে কত তার ভেল্কি
মৃতদেহ ছেড়ে দেখি আরো কত রঙ্গী
রঙীণ খেয়ালে মুড়ে এ দেহের কারবার
থুরি মারি মানবতা ফিরেছি সে দরবার
মরল কে বেঁচে ছিল কম্ম কি অতখোঁজ
মূলকথা দেহ গোঁজা যেনতেন ভূঁড়িভোজ!

খামোকা বুঝতে কেন অত দাও ঝঞ্ঝাট
তিল ফেলে তেল নেব মূল কথা শটকাট্
কবে যেন কে আপন কতদিন পরিচয়...
জরুরী গর্ত্ত খুব যে প্রকার দেহ চায়.....
এঘর সেঘর খুঁজে বাড়ি বাড়ি হয়রান
মিলেছে গঞ্জে ফের গর্ত্তের আয়োজন !

পতিতা কি সঞ্চিতা কাজ নেই খবরের
ছিল গেল দু'দিনের শরীরটা কদরের
বাবুদের সুখ ছিল আরো আছে জোরদার
কি এমন এল গেল খাসা সুখ সবাকার
এটাই নিয়ম বুঝি বাঁচাটাই দরকার......
মৃত্যুর ক'ফোটা অশ্রু থাক সব্বার !