নেমে যাবো, মৃৎপত্রে সম্মাণনা লুকিয়ে লুকিয়ে
নরকের কাছে, পেতে রবো দুই হাত
প্রণেতার মত, ব্রম্মসুখ নিতে আরো কিছু
মতিভ্রম বাকি, এ জন্ম দলিতের বলে
সংকল্প ফিরে গেছে সূর্যোদয়ে প্রথম প্রপাতে
সে এখন উর্ধমুখ
শহরের বিস্ময় মিনার , উর্ধে উঠে বলা যায় আমিই প্রণয়।

ততদিন পঙ্কময় থাক, ক্লেদ ধূলা আবর্জণা
সবটাই নিরুদ্বিগ্ন আপাত: সন্ধিহীন,ছিড়ে খুড়ে
মূর্ত হওয়া যায়, যে যেমন।

কীটেরাও এ মর্ম বোঝে সব সুখ জমা করে
বৈষয়িক ঘরে,

এও এক সর্বভূখ জন্মাশ্রয়ী মা
নৈমিত্তিক মৃত্যুগর্ভ ঠেলে
ঝোড়ো গতি জীবনে প্রবেশ, নেমে নেমে মিশে যাবো ঠিক
কিছু ক্লেশ বাকি, উত্তরণ নেই , কিছু পাপ
ছুঁয়ে আসি মতিচ্ছন্ন করো ------

এ ভূম ধূলিস্তর বিমাতার মত, চোখ কান বুঁজে দেয়

পারি নি ঠেকাতে, নাক্ষত্রিক দৃষ্টি আছে
মাথার উপর , কিভাবে এড়াবো থেকো তুমি
নেমে আনো, প্রচ্ছন্ন মৃত্যুর মত পাশে |