নাথবৎ
----------------------------
ঘোরতর উত্তাপ লেগেছে
ক্ষত্রবিদ্ধ ফলা, নাগেদের বিদ্ধংস রোষানল
মাটি ফুঁড়ে, ক্ষেত ফুঁড়ে
চতুর্দিক , উদ্ভেদী বাহুর মত ফণা তার
দ্বিধামগ্ন খোসার ভেতর
বিরাট পৃথিবী অর্বুবীজ গুঁজে রাখে
শাঁসে, অগনিত কর্দমাক্ত শ্বাস
শেকড়ের গ্রাস খুঁজে নেমেছে মাটিতে, ভ্রষ্টলগ্ন
কালনাগ সৃষ্টির ভেতর। সাপুরে বাঁশিতে
আকশির লগা টেনে নামায় গ্রহকে

কোত্থাও নেই তার প্রত্নস্তর
তথাপি ধরেছে তার বিষদৃশ কাল্ আষ্টেপৃষ্টে
জানালার ঘর বেয়ে বিপন্ন নি:শ্বাসে
একরাশ উন্মাদ প্রবল, জিঘাংসার মত
ঘিরে আছে প্রত্নবিদ গুহার ভেতর।

কে কোথায় যাবে ?

মা নাগের লাভা স্রোত
মৃদু গন্ধে তীব্র হয় পালঙ্ক যাপন , ঘাড় ছুঁয়ে
তবু তার বিদ্ধংসী রোষ সাদা কালো ---
সুরের ভেতর ওম দেয়,জল দেয় রোজ -
এই তো সময় হতাশ পথেরা
এদিক সেদিক জোড় লাগা শঙ্খবলয়ে
ছিনিমিনি বৃষ্টি ঘরে ছানাদের জন্ম উৎসব।