কবিতা : নেই তাতে কি ?
বুক চিতিয়ে দুর্বলতা খুঁজিস
নেই তাতে কি বেশ তো আছি
বল্ কতটুক অশ্রুধারা মুছিস
জানিস শাওন সেই থেকেই
যেদিন গেলি একলা ছেড়ে
ভীষণ রকম ভেবেই নিলাম
দোসর হল একলা থাকাই !
টানছে আমায় দিনগুলো আজ
এ ঘর ও ঘর আস-বাবেরা
দেরাজ দেওয়াল বাঁধছে কষে
টুপটি শোন ঐ কান্না আঁওয়াজ !
তোর আমাতে এই তো আছে
কান্না হাসির নীরব কোলাহল
মুখ জড়িয়ে বুক জড়িয়ে ওরা
দিব্য আছে আমারই চারপাশে !
নেই কথা নয় নাই-বা থাকুক
কান রাখ্ এই মনে , বাজছে
না বল্ হরেক আঁওয়াজ,বাজুক !
নেই তাতে কি দিব্য আজও
সেই দিনগুলো ডাকছে পিছু
আয় , বলনা শাওন করি কি
উপায় !