1

না বলবে কেন
মিলে গেলে অভিপ্রায়
হেঁটে যেতে হাত
হৃদয়ের কোন
দেশে দেশ,মানুষে মানুষ
কাঁধটা সমান হলে
শোক সুখ.....
না বলতে নেই।
         2

শীর্ণ বিধাতার মত হাত তুলেছে প্রাচীর
পরবর্তী অধ্যায়ে
থাবা বসাবে বলে
আমার ঐকান্তিক সময়ে

সেঁচে চলার মত
অবশিষ্ট মোহ নেই
নেই নিজেকে গচ্ছিত রেখে
উদ্গীরনের অভ্যাস
তাই প্রারম্ভেই জানিয়ে রাখি
একটা প্রক্রিয়া চাই
যেখানে বিশ্বাস রেখে ঘুমিয়ে পড়া যায়
চোখ বুঁজে পেরোনো যায়
নোয়াখালির উপেক্ষিত নালা
কিংবদন্তির ডাস্টবিন আর
দাগ ছোপের
অবিস্বস্ত যোগ সাজস

প্রক্রিয়া চলুক চলতে থাকুক
সময় বসবে জাঁকিয়ে,চাইবে কৈফেয়ত
প্রাচীর থেকে
নিঃস্ব হতে হতে একসময়
জুড়ে বসব ঠিক তোমার আসনটাতেই।