এই মৃদঙ্গের বেলা
তন্ত্রী ছেঁকে আর্তস্বর জাগিয়ে তুলতে
ক্ষয় হয়ে গেল গোটা বৈঠকী জীবন
বাতিটা থাকল আড়ালেই
ঘুঙুরজোড়ায় বোল্ ফুটলেও
তেমন আস্কারা মিলল  কই?
ওষ্ঠ জড়িয়ে আমার গজলে
স্বর বুনছেন একলা  খৈয়াম I

ঘুমিয়ে আছো সুখে
একফোটা নিঃশ্বাস ছুঁল মুখ

এই মৃদঙ্গে
চকমকি পাথরের রীটে স্বর খুঁজছে শহর
ঝলমলি আলোর নীচে
বেহায়া অষ্টবক্রের জীয়ন কুঁই কুঁই করে উঠছে
ওমে

আর গাঢ় রাতে
ওম ঘেটে  মুখ থুবড়ে মৃদঙ্গের বুকে পরে আছি
এক আধভাঙা আমি I