এতটাও অপেক্ষা, দিন রাত্রির গড়িয়ে
আবারও ঘন্টা,মিনিট,সেকেন্ড নিজেকে গোছাতে গোছাতে হাঁফ ধরে একসময়
কি নির্নিমেখ স্নেহময়তা,
চতুর্দিক,সেই ফেলে আসা ঢেউ
এক আজলায়
দু' হাত চুবিয়ে কি নৈসর্গিক
প্রেম আবিষ্কার,সবকিছু নিয়ে
গুম হয়ে থাকা গঙ্গা
বৈঠার সাথে কি এক সম্পর্ক শুধু
কতদূর যাবে গো মাঝি
সদ্য গামছার খুঁট খুলে
মুড়ি,সবজি নিয়ে বসেছে সবে
পাশে উদোম ছেলেটি
হাত নেড়ে কিছু, হাওয়ার বেগে সবটাই
গেল তরঙ্গিত হয়ে,গুমোট কালো মেঘে
আসন্ন সংকেত, নুইয়ে যাচ্ছে মাঝি
লঞ্চ ডিঙিতে আবেগ নেই কোন
কেবল দেমাগ' আঁওয়াজ
পারলে চুবিয়ে দেয়, বেচারা !
নেহাত এক ময়ুরপঙ্খীর জন্য
অধরাই রয়ে গেল সব _____|