মশারী টাঙাবো না
-----------------------------মল্লিকা@
মশা নেই
মাছি নেই
রক্ত চোষার রমরমা
রক্ত মাংস শোষে
জাগতিক যত লেনা দেনা
নর্দমা খাল বিল
এঁদো পাঁক খানা ডোবা
ভনভন
গমগম
মাছি নয়
মশা নয়
হানাদার ,বর্গীর উৎসব
পশু নয়
মানুষের
নোনা স্বাদ
কিলবিল
অনাহূত
আগুণের প্রশ্রয়
মশা নয় মাছি নয়
এককোষী, দ্বিপদের দংশণ
পোকা নয়
মাকড়ও
তীব্র বিষের হলাহল
বিষদাঁত
নখরে
মশা নয়
পশু নয়
সবটাই মানুষের ঈর্ষার
গোলাগুলি
কিছু নয়
দংশণও ততটা
মারে যদি
মানুষের বিষ দাঁত
পথ্য
ওষুধ নয়
বিনা দোষে মারা যাবে শেষটা !!