খেতে তবু হয়
ডালে ঝোলে
অম্বলে '
বদলে গেলেও
থেকে তবু যেতে হয়
নিয়মের মত !
মোটা বেঁটে রোগা সরু
ধূলা বালি মেখে
মুখ কান ঢেকে
উঠে তবু যেতে হয়
সকলের মত !
থাল্ জুড়ে সটান মিছিল
শ্লোগান তোড়জোড়
দাঁত তবু কেটে দেয়
বিচ্ছিন্ন সুযোগ
বাজারে রসনা
তেলে ঝোলে কে না চায়
তবু উৎসর্গীত হয়
রোগা সরু থালে তার
কৃপা ফুল জল
লৌহবাষ্পে গাঢ় হলে দৈবজ্ঞ অঞ্চল !