বৈশাখে আজ কোথায় বরণ ডালি
উলু দে গো তোরা শঙ্খ বরণ মালি
পান সাজা ওরে সাত রংয়ে জলভরা
নব শাকান্নে পাত্ সাজা দধি বড়া
শাড়িতে সাজালো জামদানি জারদোস
মতিচূড়ে সাজা জামবাটি বারকোষ
কেয়ূর পায়েসে সীতাভোগ মিহিদানা
রাবড়ি দইয়ের পদবি হয়েছে জানা
মুখের কোলাজে আহা ছি ছি বৈশাখ
এইভাবে তুমি এইবার দিলে ডাক।
দোষ কি এমন আমরা রয়েছি চেয়ে
তোমার সমুখে আহা দারিদ্র্য নিয়ে.........
প্রাণজর্জর মরু বুকে আজাহারি
তোমার পরশে জীবনের পাততারি।
তোমারে চেয়েছি প্রতি পদ প্রতি সাজে
হৃদয়ের বীণে তোমারই আরতি বাজে
ক"ফোটা হৃদয় মরুতে ফোটাও ফুল
পাথরের গোড়ে দুয়ারে চক্ষুশূল।
পেটের আগুণে পুড়ে গেছে সন্মাণ
মুখের আগুণ পোড়ায় খোরাক মান্
দৈত্যটা কেন জেগেছে খেয়াল রাখো?
আলাদিন আজ এ হতাশ মুখ ঢাকো