আজ আর মনেও পরেনা
ছায়ে আবছায়ে কতশত
প্রাণিত হৃদয়, শূলবিদ্ধ পথে
ফেলে গেছে অন্তিম সরণী-
ভ্রম থেকে উঠে গেছি কবে মনে নেই
সেই একত্রী সাধনা, ভাঙা পাটাতন,
সুগম আরাত্রিক - মন জুড়ে
চৈত্রের বেলা, ঠেসাঠেসি ভীড় -
হাতাহাতি কাড়াকাড়ি ঠোঙা
মাড়ানো চানাচূর।
কে কোথায় গিয়েছি হারিয়ে
স্মরণে পরে না - কবে কার
হাহাকার, কে যে কার বিষয় ছাড়িয়ে
বহু বহু দূর,
মনেও পরে না মিলেছি কোথায়
সেই সব সেই সব দিনে
হাসাহাসি কান্নাটি নিয়ে -
আবছায়ে আজ সব
হৃদয় নিবিড়, ভুলে গেছি সব লেনদেন
কে যেন, কাকে যেন -
অবিকল ঠিক যেন কার মত
মনেও পরেনা সেই দিন
সেইসব দিন। কানাকানি দানাপানি ঘিরে
আজ শুধু শবের আঁওয়াজ!