মন্দ বোল না
***************

নেশাও নয় কল্কেও নয়
দিলেনা কিছুই
অথচ রাত বরাবর দীর্ঘসূত্রে
চাদর টাঙিয়ে
দু'ভাগ করলে চৌকি -
মাঝরাতে জেগে বসা গনগনে তাপে
কে চাপাবে শান্তির পানি
উদবৃত্ত ক্ষণে যদি - ধূ ধূ ভাসে
বরষার মুখ ভাঙচুর ঝড়ে
তছনছ - খুব কাছে কেউ
গাঢ় নিশ্বাস ধোঁওয়া ওঠা ভাত চায় - যদি