প্রেম আমার
---------------------------------

ভাঙা কার্ণিশ, নড়বড়ে সিঁড়ি , সংখ্যাহীন উচ্চতা থেকে
অসমাপ্ত শব্দের ভেতর, সেখানেই স্থিত হয়ে আছে
একান্তের আলাপ চারিতা,তিন চার ভাঙা কাঁচ
জর্জেট ক্লথ ছেড়া বার্মিশ পুতুলের মুখ
মাটির লেপনে মূর্ত হয়ে আছে,সাংসারিক বর কনে
পাঁচ ছয় ছানাদের উৎস প্রমুখ
তবু সর্বদায় খোঁজ , অন্য কেউ নেই
একরাশ প্রখর রোদ্দুর সাক্ষী ছিল
হাওয়াদের কাছে, কোন অধ্যায় সৃষ্টি থেকে অবজ্ঞাত
সুপ্ত বীজ দলা হয়ে মরে গেছে
প্রচ্ছন্ন মাটিতে, সে বর্ষণ বৃথা গেছে ক্রমাগত পরস্পর
চেয়ে আছে তীব্র ভ্রূণ বন্ধ্যা সময়ে
কুসুমিত হয় নি কোথাও, সে পুতুলে কব্জা জুড়ে
মানুষে রোবটে আজ কারসাজি।
কেউ তারে দেয় নি শৃঙ্খল
রাখে নি নিষেধ কোন দড়ি আর তারে
কোন মন্ত্রে হয় নি উৎযাপন,অযথাই ক্ষীণ ধর্ম তার
রয়ে রয়ে হা হতাশ,নিরুদ্দম
কেড়ে নিয়ে খেলার দেউটি জৈব বীজ দিয়েছে ছড়িয়ে
তার ওপর বাড়ি ঘর অবজ্ঞাত জগৎ সংসার
চেতনা সমষ্টি ঝুঁকে আছে
কেউ কারো পায় নি সন্ধাণ !

||২||

সর্বনাশা ঢেউ মাঝি ! দুর্বিসহ ক্ষণ
উড়ে যাবে ধ্বসা পাল
তাপ্পি জোড়া দেও মাঝি, কালো মেঘ ঘমক দারুণ
রণক্ষেত্র পাগলা গাছেরা উদ্দাম রিপুভার
শেকড়ও উন্মুখ হয়ে আছে
রসোন্মত্ত মাটি , উদোম গন্ধ তার সাঁপুরে ফনাতে
এইবেলা বোনো আহ্বান
বোঝ মাঝি খোসা বৃত্তে অসংলগ্ন
ফলসা প্রমুখ
উন্মাদ প্রকৃতি
গাছেদেরও রাগিনীর মেহ কাম সর্প খেলা হয়
মেয়ে গাছ ঝোড়ো হাওয়া দেয়, দুগ্ধভার ফলের ভেতর
উতলা নদী,পায় নি রসনা
মত্ত তাই সাগর কিনার,পথ ঘাট উন্মুখ হয়ে আছে
প্রকৃতির রজ:দশা এ সময়
সাম্পানে আগল দাও
কঠিন শৃঙ্খলে মাঝি সামাল সামাল !