ওসব নিষেধ জোন

ছুঁলেই বিপদ , দুপুর বেয়ে এইখানে
গোধূলি বিকেল, উষ্ণতা ঘনীভূত
ততটাই স্থির হয়ে আছে
এখানে শর্ত নেই , পরিক্রমা চিনে নিতে পারো
নিরুপিত রৌদ্র একাই সব ছোঁয়
খসে পরা উষ্মা আর প্রিয় স্বেদ যত !
স্নায়ুর পরিধি যেভাবেই মাপো
হাতভর্তি সুখের মতন , সব রৌদ্র ক্ষয়ে গেলে

ঝিঁ ঝিঁ আর জ্যোৎস্না আড়ালে সবটা
খোয়াবে রাত , অথৈ পাবেনা তুমি !

যাসনে ওখানে

কি প্রগাঢ় উষ্ম এই ক্ষণ, বিপর্যস্ত বাহু
রোদে জলে মীন হয়ে আছে
এ গূঢ় নিখাদ জমিতে
তপ্ত বীজ বুনে যা রাখাল !!