ঘূর্ণি শেষের ভস্মে গোধূম জ্বলে
তবুও তুমি, তবুওতো ফিরে এলে
পেছন ফিরেছি ডাঙা গুলতির ভয়
ফিরেছ যখন ঘাওটুক দেখে যাও !
জমানো রয়েছে,খেলা শেষ দরবার
হ্যায় কোই এহি, দর্দ কো আপনার
সুরঙ্গমার গভীরে আলোক জ্বালো
বাকি খড়কূটো আকছাড় দূর ডালো
ফেলে যাও ভুলে লকড়ি মাটির ঢাল্
বর্শার ঘাও, খানকত্ তলোয়ার ---- !
জমানো রয়েছে বৃষ্টি ছাচের কাঁচ
টগরের রং জোয়ার জলের চ্ছাস্
ঈর্ষা এসেছে নিভেছে দেউটি সব
মৃত্যু তরাস, আও তব সোৎসব !
খুনোখুনী এলে, হটো তফাৎ যাও
মারমুখি নাহ্, সন্ধি শর্ত বাও ---- !
চিতার ভস্মে ঋণ রয়ে গেছে আজো
মৃত্যুর হাতে নতুন আধারে সাজো !