যেখানেই দেখি
কুড়ায়ে নিয়েছি তাই
জ্ঞানালোক চ্ছটা
বিশ্বসভায় আছো বসে তুমি
আজও তাই
ছুটে যাই
বলেই চলেছ এ আলোক জ্বেলে দাও
প্রতি ঘরে ঘরে জেগে ওঠবার
এ মন্ত্র ঢেলে দাও ,বিশ্বপথিক
হেঁটেই চলেছ মুখে শুধু জয়কার |

শূদ্র বলেছে গাল্ দিয়ে গেল কে
ও আমার ভাই সহোদরা ওরা
রক্তে তফাৎ নাই |
কে বলেছে মুচি নাপিত অজাত্
আমি সকলের জ্ঞাতি
বিধাতা উর্দ্ধে নিচে মেহমান্
জাত্ নিয়ে মাতামাতি |

দেশের এ মাটি সকলেই খাঁটি
নিচু উঁচু ভেদ কিরে
তুমি তো জাগালে ঘুমন্ত জীবে
ওঠ্ জেগে উঁচু শীরে |

মহাজীবন এভূমে ফিরে এস
আরবার
হৃদসিঞ্চিত তব সুধা দাও তীর্থে ও চর্চার
জ্ঞানধি তোমার আলোকপ্রপাত ধারা
মোছাও অশ্রু ঘুম ভাঙানিয়া, ত্বরা |

আসমুদ্র হিমাচল হয়ে পৃথিবীর সন্তাপ
শোক তাপ যত সুখ দু:খের
ব্যাথিতের কলরব
তুমি দিয়ে গেছ শেষ আশ্রয় সবে
হৃদয় সন্নিভবে ।