তিনটে ভগ্নাংশ চুঁইয়ে একঘটি ডুদ্
আর খানিক মাংস জিইয়ে আসার নাম
রামি ' খেলা I

তপ্ত শিকে তুলতুলে কাবাবে
ঝলসে ওঠা এক একটি চাল্
দাঁতে নখে চোখে একেক ভগ্নাংশের
চালে ভ্রূনাঙ্গ থেকে
দিন মাস বছরের যাবতীয়
ভুল ভ্রান্তির নালি উগরে ছিড়ে
চার বাহকের অন্তিম
সম্পাদনের নাম জয় " মহোল্লাস !

উপবিষ্ট সময়ের কাছে একদলা উৎসর্গ
মধ্যে কষাই আর খাতা হাতে
ঘাঁড় গোজা পাংশুটে কিছু লোকালয়
হ্যাঁ অথবা না ' কিছুই বোঝা যায় না

খেলা চলেছে রমরমিয়ে
যে মোহের সৌন্দর্য্যে হাত রেখে
ওরা একে একে রামি ' শিখেছিল
সে এখন ঘুঁটি মাত্র !

বৈঠকে
অলক্ষ্যের কাদাজল ধুইয়ে
উপবিষ্টের পতি
ছুড়ে দিচ্ছে দলা দলা বিদ্রূপ
পরমতান্ত্রিক
কামিনীর তিন চালে
মুন্ডতন্ত্রের দাওয়ায় এখন শিক কাবাব আর
গড়াগড়ি মেয়নিজ ডুদ্..........I