এখন আর উত্তুরে দাপট নেই
শ্রেনীবিভাজন হয়ে ' ঝাপট গেছে কমে
রোদের আনুকূল্যে
ভারসাম্যের পাল্লাটা প্রায় সমানুপাতিক
গতিপ্রথার মতো উপর নীচে
দোদুল্যমান' ঘিলু ছিটকে সহসা
ছড়িয়ে পরেছে এখান সেখানে
শষ্যের কাছে অব্যাহতি হতে
অনিশ্চিত রৌদ্দুর বেড়েই চলেছে
অবাধ সক্রিয়তায়
প্রজাপতির মত উড়ন্ত ফলের পেছনে
কতিপয় সমাজ
এইসব শেজবাতি ' জ্ঞানবোধ ' সৌজন্য '
সিলেবাস থেকে তুলে নাও
ওপাশে নিয়ন পূজার অত্যাশ্চর্য ঘটায়
নিশ্চুপ পঠনকেন্দ্রে পূণ্যতিথীর কাহিনী টাঙিয়ে
আত্মিক প্রপিতামহ !
সেই যুবক আর নেই ' সেই শ্লোগান_
শহরটাকে দলে মুচড়ে কফিন বানিয়ে
ফের জুড়ে দিত
এক ঐকান্তিক আলোয়
ওকেও বসিয়ে দেওয়া হয়েছে শষ্যমাঠের
পাত্র হাতে
আমরাও গুটিসুটি গুম হয়ে আছি
শ্রেনীবিভাজনের অস্ত্রে ' অবাধ রৌদ্রের
শষ্য মাঠে '
পূণ্যালোকের কাহিনীতে আপাতত
শষ্য ' বাটি আর খাদ্যের অধিগ্রহণ !