মানুষ পিপাসা
দেখে যা আমায় কি নিদারুণ মানুষে পেয়েছে
পিছুটান কি ভীষণ কি অগাধ
বিনিয়োগ ফিরে যাওয়া এ নশ্বর ভূমে
ছড়ানো ছেটানো চলে গেছে সবটুক নিয়ে
কি নিদারুণ মানুষে পেয়েছে
দেখে যা আমায়, জমা জমি খুঁড়ে যেটুক পেয়েছি
চলে গেছে যারা শুধুই মতিভ্রম
প্রশ্নচিহ্ন রেখে উত্তর অমিল আজও মিলবেনা আর
সংখ্যাগুলো কেড়েছে অক্ষর, পত্রপাঠ
নিয়েছে গুটিয়ে |
কোন স্ত্রোত্র পিছ ফিরে পারেনি ফেরাতে
এ অনঙ্গে তবু মৃদঙ্গ সায়গল
বেজে ওঠে অগ্নী বিন যে কোন রোদ্দুরে
কি নশ্বর এ জীবন !
কি উদ্বেল এ অক্ষর !
জৌলুস কি প্রগাঢ় প্রশ্নচিহ্ন আজও
মানুষ দিয়েছে পাইনি সদুত্তর তার |
ফিরে দেয় কেড়ে নেয় সে-ই
বাঁচায় যে,ফাঁকা করে একা করে, খুন করে,লুট করে
সবই'তো মানুষ --
কি নিদারুণ মানুষ পিপাসা
সহস্র ভাঙণ বুকে দেখে যা তথাপি
কি মানুষ উৎসব |