সেদিন যে'জন বিছিয়ে ছিল হৃদয়
রৌদ্র এল দখল নিয়ে সে 'জন , বদল
হল হাত বদলের নামে, আসল সবই
ধোপ দেরাজের ডেরায় ।
পংক্তিগুলো ঘুরিয়ে বলে সেসব
যেসব এখন স্যোৎসাহে ঝড় তোলা
কবরেজী ঘর পাওয়ার আছে বলা
জানান দিতে অসুখ গুলো রাজী।
দাফন দেখে টিকেট নেওয়া লায়েন
ঘুমিয়ে আছে পড়ন্ত দাসখৎ , শ্রাদ্ধ কালে
মুখ মিলেছে দেদার , ইলশে লেবুর
জ্বলন্ত উত্তাপ !
জল মেলেনি সেজন প্রমুখ দাতা
ঘর ছেয়েছে বেলাভূমের নামে, কষাই
এল তিন ভরসার কোপে - চুল্লি
সাজায় বাসর প্রসন্নতা !
হাসছে সুখে মৃতের ডলার গুনে
খুব দরদী সেদিন মারীর কোপে
মালায় ভীড়ে সব মুছে যায় ,এবার
যে'জন সেদিন যুদ্ধে এসেছিল !
চতুর্দিকে হা 'ঘর অগ্ন্যুৎসব, শবের
তালে শবেরই মজলিস্ , খুলত যে'জন
অনাদায়ের সাজা চার বাহকের
নিরন্ত দাসখৎ !