আমি' তো ঐহিক ক্ষেত্র ধরে
দোদ্যুল্যমান ব্রম্ম শাখায়
কর্ষের পরব পর্বে আছি, অনেকেরই মত -
হিন্দোলিত দেহ থেকে
ছিটকেছে যারা সঠিক চেনেনা
দ্যুতি দেখে ভেবেছে প্রশ্রয়
অল্পকালে অমনিই হয় l
মোহটায় রং লাগে ঝলকায়
তামাম জীবন ' বলি দোল দাও ওগো
গভীর দোলন , বর্তে যাই যেন
পরবর্তী ডালে l
শাখে বসে যারা ঐ পৃত্থী ছুঁয়েছে
মায়া থেকে খসেছে পাঁজর
আঙুলেৱ দু ' ছটা চটক পরে আছে
জরায়ুজ কালে - এসে বসে
আমারই মতন ' দোল চায় বাতাসের কানে
শুনি সব ' পূর্বজ কেহ l
কালক্ষেপ শেষে ভঙ্গুর সময়ে
জমে ওঠে কার্নিভাল কুড়ি ' মেঘ বৃষ্টি সব চায়
ঐহিক জমাতে l
দেখে রাখি ভ্রমের মতন
অত:পৱ উড়ন্ত শাখে
দ্যোদ্যুল জমাতে ' চিরন্ত সময় আসে বসে -
চিনি ওকে ঠিক যেন কবেকার
অমসৃণ দেহ ' ঘষা লেগে ছিটকেছে
পাথর খাদানে অবিকল
তাকে মনে হয় - ডাকি ' আয় কাছে আয় '
আমি নয় একটু দাঁড়াবো
দোল খাবি তুইও- ঘাড় ভেঙে সভ্যতা এলে
তাকে বরমাল্য দিস্
বলে দিস্ ছলছুতো সব, কবেকার
কফীন হয়েছে , আজ এই
মাঙ্গলিক দিনে আমাদের ঝুলন উৎসব