মাধবীলতা

লুটিয়ে রয়েছ ভূমে
অভিমানী হতে হতে অবশিষ্ট
আশার সমাধি
রয়েছ শুকায়ে ' কি ব্যাথা সয়েছ প্রাণে
রাশি অনুতাপ ' শাখা তাই অবহেলে
দিয়েছে ফিরায়ে
বলে গেলে চুপে
ভ্রমর চুমেনি বুঝি পদতল
প্রজাপতি বসেনি রেণুতলে ' প্রভাতী দেয়নি আলো
গেছে সরে বৃষ্টিও ' দয়িতের বৃথা গুঞ্জন
নিষ্প্রাণ সংগীতে দহনের জ্বালা
কলরব ফিরে গেছে আঁতাত শাখায়
ঝড়াপাতা পাতেনি আঁচল
বৃন্তচ্যুত কুড়িদের অবাধ্য বেষ্টণ
দেয়নি বন্ধণ ' আকর্ষ ফিরেছে বুঝি দ্ব্যর্থ দ্বিধায়
স্থানচ্যুত তাই ' কবরী সাজেনি কেউ
সাতনরী ফুলে, ব্যার্থ প্রেমিক সাজায় নি বেনী
সোহাগী চুম্বনে প্রিয় সাজায়নি ডালি
শুধু একথোকা সেজেছিল সাঁওতাল প্রেমী
কন্যের বেনী আভরণে !

শৌর্য গন্ধ নিস্পেষণ
দম্ভের বিদ্বেষ রেখেছে অবজ্ঞায়
নীরব অশ্রুময় নিস্পন্দ মাধবী
ঝড়েছ নিশ্চুপ তাই বাদহীন তীব্র বিষাদে !
রাখেনি ডালায় কোন মুগ্ধ প্রণেতা
সাজঘরে উন্মুখ দানী ' দেয়নি আহ্লাদ বৃথা
ব্যলকনি জুড়ে ___
নিয়নের ফ্ল্যশেে লজ্জাবনতা তুমি রজনীপ্রভায়
কখন যে ফেলে গেছে বৃথা
উদ্বৃত্ত রজনী কূলে " অযথা অর্বাচীন
ধরণী ধূলিতে ___

অভিমানী মাধবীলতা ' হে আমার আঁধারী আহ্লাদ
আমি শুধু করঞ্জলি পুটে অগাধ মায়ায়
রচেছি তোমায়  !