উর্বশী রং আর হাওয়ার
গভীর সম্পর্ক এখন
উড়ে এসে বসে যায় মনে
রংয়ের আবার
জাত ধর্ম থাকে না কি - লোখা কাকা
শার্ট খুলতেই
দরদর ঘেমে নেয়ে একশা আমি
রং রয়ে গেল মুঠোতেই
তাই বলেকি ছোটকার মত
আমিও লোখা কাকাকে - ধ্যাৎ্
তবে যে স্নানের পর ছাদে
ওভাবে জাপটে -- কানের কাছে কি যেন
রক্ত জমা গালে
চেঁচিয়ে উঠেছিলাম - না!
লাভ ইউ বলতে পারিনি
শুধু বেসিনের জল আর
আমার রক্তবর্ণ মুখ লালে লাল |