লিমেরিক
*******************
নেমে গেছি
নেমে আছি পদপ্রান্ত জুড়ে
মাটির ভেতর
ইট কাঠ সহজ ভাবিনি
আরও আরও নিচে
বাড়িয়ে আর্তস্বর
জলসেচে চলে গেছে বুকের ভেতর
কোন আলো জ্বলেনি সেভাবে
ত্রয়োদশে রাত্রি ঘনালে
ছেড়ে গেলে আপন স্বভাবে।
চক্ষু বুঁজেছি
এইবেলা প্রাত:কর্ম সারো
দোহনেও নজর লেগেছে
টেনে ধরো বুভুক্ষের পাত্
চেটে পুটে তৃপ্তি জড়ো করো।
এভাবেই মেরেছো আমায়
দাওনি ফিরিয়ে
সোহাগের ঋণ ছিল দখলে তোমার
বলেছ রয়েছি
বিশ্বাস হয়নি আমার।