ত্রিশ টুকরো করে ছড়িয়ে
দিতে পারতে, তে মাথার মোড়ে
হেড পোস্টের নীচে
ঘেমো ক্লান্ত পশুর
ক্ষুধার কাছে রেখে অন্তত -
দাঁত,নখে চিরে রক্তাক্ত
কোন ঝোঁপে
ছুড়ে দিয়ে রক্ত নমুনা শহরের
প্রত্যন্ত গিনেজ গর্তে
চাপড়াতে পারতে দরাজ হৃদয় -
মেয়ের মৃত্যুর আগে কোন মা'
বলেছিল -
'ওকে টেনে হিঁচড়ে পশুরা
মেরেছে' দয়া কর তুমি
পারিনি বাঁচাতে
প্রশাসনও জানে রক্তের অক্ষরগুলো
ধুয়ে মুছে লুকিয়ে ফেললে
কিস্সু ঘটেনা, সবটাই রোলিং
সাইলেন্স ট্রিগারে
কিছুদিন তোলপাড় ব্যাস্ !
ওদের চোখ মুখে স্নেহ দেখিনি আমি
অথবা প্রণয়
কামট লব্ধ লালাক্লিষ্ট জীব
শিশুকন্যা দেখলেই লুব্ধ ভক্ষক
ক্রিমিনালও তৎপর
তুড়ি মেরে হাতাতে সঞ্চয়, নির্ভয়ে -
জমাট আঁধার
কিভাবে এগোবে
লক্ষ হাত শুধু ছিনিয়ে নেবার
নামিয়ে দেবার
থামিয়ে দেবার
বসিয়ে দেবার, ভুল খুঁজে সব হাত
সশস্ত্র শুধু বদলা নেবার -
কে ও পিছু পিছু আজন্মকাল
কালের ভাড়ারে মৃত্যু এনে রাখে
খোবলানো চোখ -
ট্রিগারের নল থেকে
তে মাথার মোড়ে
এনে রাখে মৃত মেয়ের
লক্ষ্যবিদ্ধ লাশ !