লোহার বেড়ি রেখেছি সরিয়ে
অধেক আকাশ
সবার হোক্
বাড়িয়ে সে হাত কুর্নিশ করি
ঘুচুক সবার দু:খ শোক |
একুশ আসুক দাপিয়ে আবার
বাংলা বুকের
সেই দামাল
রফিক আজাদ ভায়ের জোয়ারে
আমরা চেয়েছি সেই সকাল |
ঝুঁকব না আর করিনা পরোয়া
মহান একুশ
এল স্বাধীনতা
নিশান উড়িয়ে পরাণ জুড়িয়ে
জব্বরেরাই সেই জোয়ান |
দেহে শাহবাগ মুখে বাংলা
বীর শহীদের
এই ভূভাগ
হাতে হাত রেখে আমরা ফেরাব
প্রতি ঘরে ঘরে সেই প্রভাত |