চোখ বেয়ে উষ্ণতা থাক
মেঘের আড়ালে অতৃপ্ত সম্ভোগের কাছে
চৌকাঠ বেয়ে এসে না বসে
সৌহার্দ্যসভায়! বপনের সঙ্গীত শুরুর কালে
কর্ষহীন ভূম আগাছেই ভরে থাক
মেঘ কেটে আলগোছে ঠেলে দাও
ঈষাণের ঘোরতর দিকেই,এ বৈধুর্য্যে
সিঁদুর খেলা আজ
রতিভ্রমে স্বৈরিনী সিন্দুর যদি
অন্য সোহাগ রাত সাজে!
কি পড়াবে তুমি তার মালার বদলে
ভোররাতে সিক্ত শিশিরে,
ক ফোটা অশ্রু রেখে পত্রসভায়
কি করে জোড়াবে আর ভেসে গেছে যে সঙ্গীত দুর্বহ ঝঞ্ঝায়!
থাকনা পিপাসা, রাত্রগোচরে উচ্চারিত ভ্রমে
কিছুটা মিথ্যা অগোচরে
যে যার মন্থ সাজে আসুক না সহচর রাত
যে রাতের দুয়ার ভেঙেছে
ঘূর্নি প্রবাহে, কিভাবে আগল দেবে ঘরে?