আর কত লাশ পড়লে তবে মৃত্যু বলা যায়
রক্তের ধারা কতটা বইলে খুনের তকমা হয়
কত পরিমাণ গৃহহারা হলে সর্বস্বান্ত বলে
ইতিহাস দেখো লাখো শহীদের কর্ম সৃষ্টিতলে
কতটা অশ্রু ঝরালে হিংস্র নখর সরাবে হায়
ফিরবে মানুষ মোছাবে সজল আখিধার শঙ্কায়
কত পথ আরো ঝরালে জীবন মুমূর্ষ বলা যায়
কত সভ্যতা ধুয়ে মুছে গেলে মানুষ ফিরবে হায়
অগনিত আরো কত শত লাশে ধর্মশুদ্ধি আসে
কত আরো ধন্ ধনের আড়তে জ্ঞাতিগোষ্ঠী ভাসে
কত সন্ত্রাস কতটা তরাসে গৃহহীন নরনারী
শয়তান বল ভগবান বল মানুষেই মহামারী
মানুষ হেসেছে ক্রুঢ়তায় ডুবে ভুলে তার পরিচয়
শেষ হাসি হাসে চরম ক্ষমতা সৃষ্টি সুখের দায়।
---------------------------------------------