রাস্তায় যত সস্তা কেবিনে বেলুন বন্দী লাশ
নিভছে প্রাণের প্রণয় পরশ হৃদয়ের নাগপাশ
আখরে সাজানো কিছু অনন্য চুপকথাদের সারি
পিক্ ফেলে শুধু নোংরা করেছে সুগন্ধ ঘরবাড়ি
চলে যায় ওরা বাঁকা পথ ধরে চক্ষের ঘুমঘোর
রেশ হয়ে থাকা বাগান বাটিকা অথৈ সমুদ্দুর
মৃদঙ্গ বাজে কত বৈভবে জলছবি সংসার
সস্তার ভীড়ে পসরা সাজায় হরেক সংস্কার !
স্বর্গটা যেন পিকের আঁতরে নরকের জঞ্জাল
বন্দী করেছে গোটা পৃথিবীর মরু জলস্থল
মানছে না আর ভ্রাতৃঋণের প্রাক্ জমানা
জ্বালছে আগুণ দ্বিগুণ কেন কেউ জানো না।
ছাড়ছে ক্রমেই মাথার পরে হাত রাখা দিন
ঘনিয়ে গজায় বৈকালিকের আজন্ম ঋণ
যায় মিলিয়ে সাবেক কালের বৈকালিকী
সকাল বিকেল আমরা এসব গল্প লিখি I