₹₹₹
ছেড়ে যেতে পারবে না
জানি ' এ চুম্বকে কাঁকড়া বিছের যোগ
ডলফিন ছুঁয়ে
ফিরে আসবার কথা
কাঁটা তারে ক্ষত বিক্ষত !

₹₹₹
শূণ্য কলসে তীব্র আঁওয়াজ
পাত্রের জল যমুনা ছুঁয়েছে ' ময়না'র দালান কোঠা
ছোট্ট কিংশুক হাতে ধরে মায়ের
কেবল হাতে খড়ির ধুম !