করবে কিই
""""""""""''''""""'""

সহস্র প্রপাত যদি তোমাকেই
ধাওয়া করে ঘিরে ফেলে গূঢ় নিঃশ্বাস
রক্ত লাল দৃষ্টি ক্ষুধায়
তূণ ছোড়ে তোমার ঐ তটে
বিষের আখর সেজে দংশকারী
তোমারেই চায় যদি খেতে !

মুছে দেয় রাজসাক্ষী সব
চায় যদি সৃষ্টি গর্ভে জন্ম নিক শ্যেন্
লোলুপ পাখায় থাক্ শানিত কৃপাণ
আলপথে রাজসজ্জা পেতে
অগনিত বাসর সাজায় , বলে যদি
জন্ম দাও নিবৃত্তির সুধা
পৃথিবীর ঋণে, লজ্জা কেড়ে শুয়ে রাখে
দুর্যোগের দিনে, খুবলে কলিজা
যদি রাখে তে'মাথার
ঠিক মধ্যিখানে - বাঘ,সিংহ কেউ নয়

যদি বলে মানুষে খেয়েছে