নিয়নের ঝাড়বাতি
বৃন্দাবনী ঘুঙুরজোড়া, মখমলী
পর্দা সেজে এ কোন
দংশের আয়োজন
জিভচেরা নাগবিষের
তেত্রিশতম ফনাটি গহ্বরের
ডুব জলে ভাসান দিয়ে
ফিরে এলে খোলস ফেলে

আমি এখন কোন্ বাসরের নিত্ কনে
সাজি বলোতো -

||২||

আগাম বলে দিই ,ওই জন্মে ছেলে চাই
জন্ম হবে মরিসাস অথবা আফগানিস্তানে
আফসোস করে বলব
একটাও মেয়ে নেই কোন - কে যেন
স্বাধীনতা দিবসে আস্ত শিশুকন্যা
ফেলে দিয়ে গেছে ডাস্টবিন ভাগারে
- হাত চেপে ধরলাম ওর, তুলোনা যেন
কে জানে গণতান্ত্রিক কোন্
রাহুগ্রস্তের পর, আর মা হতে চায়নি মেয়েটি !

||৩||

ইনক্লাব বললে, দুলে উঠবে দেশ
খানিকটা শ্বাস ভরে বুকের ভেতর
ভুলে যাব
ম্লান মুখে ফিরে যাবার দিন
ভুলে যাব একরাশ বঞ্চণার হতাশার দিন
নিভে দেব শ্রেনীভেদের আগুণটা
বিপাকে ফেলে উচ্চস্বরের হাসিগুলো লুকিয়ে ফেলব
বুকের ভেতর স্বৈরতন্ত্রের আঁওয়াজ -
ঢেকে দেব ধবধবে শাড়ীর দস্তাবেজে
দেওয়া কথাগুলি - লুকিয়ে ফেলব
মৃত পিতার লাশ, মায়ের নির্বাক মুখ
দশ বছর লড়াইয়ের ছোপ, হেঁটে যাব নির্বিকার
আটাত্তরের বন্যায় একসাথে
ঝুলব বলে যে দড়িটা, লুকোব সেটাও