কবিতার অমোঘ হৃদয়ে
এতকাল রাখা ছিল, অর্ধসমাপ্ত ফুলস্কেপ,
প্রাচীন দোয়াত,ভ্রান্তির মুদ্রাক্ষর,যাপনের
টুকিটাকি, ইউস থ্রোর'সস্তা রিফিল
আর মগজ ভর্তি
ইউরেনাস,নেপচুন,প্লুটোর
খন্ডিত অলৌকিক প্রভা I
আজ ভাষা ফুটে উঠল
যখন দেখলাম এখানেও রাখা যায়
বিশ্বস্ততা, চুক্তি লঙ্ঘন,মৃত্যু ও ঐহিক জন্মের
নৈতিকপত্র,নেতিবাচক লাশ, অর্বাচীন দগ্ধতা
আর উৎসর্গীত ভবিতব্য.....
তিনশত রাত্রির উদ্গীরণ চেপে আমি
অশ্রুজলে চুবিয়ে রেখেছি
শূলবিদ্ধ আব্বাকে , হারিয়ে যাওয়া
কমলেশকে.....
আরো আছে অসমাপ্ত
কান পাতলেই দিব্য শোনা যায়, আসলে
প্রহরের কাছে অজ্ঞ হয়ে বসে আছি
প্রবহমান শব্দ কুড়িয়ে আব্বা আর কমলেশকে বাঁচাতে না পারার অজ্ঞতা
হয়তো অনেককিছুই বদল হতে পারত.....
আজ আবার কবিতাকে
বিশ্বাস ও স্বাধীকারের তালিকায় রেখে
সব কটাক্ষ রোধ করে
যদি নিবিষ্টে বসি পাশে
একান্তের শূণ্যতায় একরাশ ঔদার্য্য নিয়ে
যদি ফিরে আসে কমলেশ
আর আব্বাজান
অক্ষর পৃষ্ঠায়
......যদি !