যথেচ্ছ দরে বিক্রি হচ্ছে কলম। মোটা, সরু, ভোতা লিখলেই কেল্লা ফতে। ঝলসে উঠছে পরাভূত মেঠো ভিঞ্চি, তলস্তয় এক্সচেঞ্জ কাঁখে নিয়ে মেরিট লিস্ট প্রস্তুত। ডমিনের সেঁটে দেওয়া তিন কিস্তির রিবেটে জম্পেশ প্রস্তুতি। শূল বিদ্ধ হার্টে নেফ্রাতিতির এসে এঁকে দিল মহা উদ্যোগের চুম্বন। এক্কেবারে সূচনার প্রাক্ পর্ব। দুলে উঠল কৃপাণ, একেক হার্ট স্ক্রিনে নিব সূক্ষ্মতা নিয়ে চলছে ডিবেট। মাথা থেকে পা"অবধি নির্ধারিত স্কেলে দুলছে তারই অতীত স্ক্যালিটন। ডমিটিক বায়ো মিটারে খুঁত্ খুঁজছেন আরেক জেনেটিক বংশধর। মাতৃত্বকালীন স্ক্যাল্পে ইগোসিস কোন খুঁটিতে বপন হয়েছিল সেই সূক্ষ্মতর বীজ। বিক্রেতা নিরুত্তর, ঝাঁপ ফেলে পলাতক কতিপয় বাণিজ্য দপ্তর। রেখে গেলেন শেষ চিরকূট - আর আসছি না। কলম বৃত্তান্ত নিয়ে মহা ফাঁপরে দেশ। বিষয়ের ওপর চলছে ডজন, ডজন সমীক্ষা। ক্রমায়ুধ বাটন চেপে ডমিনের ডিক্লারেশন - এক্সচেঞ্জ। ক্লিভেজের টিপে খেলা করছে পয়ার বিন্যাস। ইশারায় উদ্বুদ্ধ তামাম সেনানী - এবার নিরুদ্দেশ হলেন ডমিনও।
*লেখাটি বারোয়ারি পেজের পুরোনো কালেকশন থেকে কোনমতে উদ্ধার করা গেল। রেখে দিলাম এখানেই।