কবিতার মতো
*******************
চোদ্দকোটির চোখ ফোটেনি বলেই
ধূনোর ধোওয়ায় অন্ধ ভক্তকূল
ব্যোমকাই আর রাজ্যনীতির পটে
বাঁশ ঢোকানো গণতান্ত্রিক শূল্ !
সব ঢেকেছি আসল নকল পিছের
কঞ্চিতে দাম আমজনতার সাজে
বছর বছর বাড়ছে বহর ভোগের
মূল্যপিছু উৎসবের আর জাঁকের !
গড়িয়ে যখন আঁধার আসে নেমে
আকাশ তলে অথৈ ঘনঘোর,মজ্জা
শুষে হাই তুলেছে বিদেশ ,প্রদেশ
পাতে হাড়ের বরাত জোর !
আমার বাড়ি চাঁচড় বাঁশের বলে
ধর্ম নামের পৃথক তারের বেড়া,
মঞ্চে তোদের আসন জাহির করে-
ভগবানের দোহাই দিলি ঘিরে _
রংয়ের নামে জাত্ গড়েছিস নিজে
আমার টাকায় দালান ঘরে ঠাকুর -
কেটেই দিলি লিস্টি নামের খামে,
আমি থাকি বাবুর কোঠার মেঝেয় !
মায়ের ভোগে দশের খাবার,আমরা
খাব কি ? পরদেশী পাত্ হাঁকছে _
স্বদেশ শুল্ক জুড়েছি,বাড়ছে মূর্তি
নামছে মানুষ এর পরে কি হায় -
মূর্তি তলে পিষ্ট এমন, স্বদেশ খোওয়া যায় _