কবাট বন্ধ থাকে,বন্ধই থেকে যায়
ওদের সদর কবাট
এমনই থেকে যায়,কেউ তো আসে না
যে আসার কথা ছিল সহসায়
বদ্ধ কবাট খুলে দাঁড়ায় না কাছে
কেন তারে পাঠায় না কেউ,
আমি বসে ঠায় .......!
দিন কেটে প্রহরের কতশত ঢেউ
কানে আসে সেইসব
আসা যাওয়াদের কতকথা
আমাদেরও এমনই চলে যাওয়া ছিল
পাশ কেটে, কেউ ছিল বলে!
সহস্র ব্যস্ততা,ঘুমঘোর চুম্বন আঁওয়াজ
এমনই কবাট রুদ্ধ দিনে
কতশত উষ্ণতা বহেছে অন্তর
আজ ভয় হয়
খুব ভয় হয় বদ্ধ কবাটে
এই বুঝি চিরতর বন্ধ অন্তর
সেই শিশুকাল বসে থাকা চেয়ে থাকা
অকপট বলে দেওয়া
আজও সেই কবাট খোলে না
আমি তো দাঁড়িয়ে তবু জন্ম জন্মান্তর