এক আহত অধ্যায় লিখতে বসেছি
লৌহদন্ডে বিক্রী হয়ে গেছে
যার আদ্যপান্ত, মুণীষ বসেছে ছিটিয়ে পড়া
মাছির ওপর,আমায় দেখতে আসা ভীড়ে
ওরাও রয়েছে
হাতড়ে খুঁজে একফালি জ্যোৎস্না এনেছিলাম
তাতেও সেঁটে দেওয়া হল ধর্মান্ধতার বেড়াজাল
এ কোন দেশ
কোন মাটি,
পাত পেড়ে উঠিয়ে
দেওয়া হয়
শৃঙ্গের শূলে মাথা বিঁধিয়ে উপড়ে তোলা হয়
বিন্যস্ত ঘিলু, এক মহাশূণ্যের বোধি বৃক্ষে
দুলছে মহাজাগতিক শয়তান, খুঁচিয়ে বিদ্ধস্ত করে
জবরদস্তির ছোপ ফেলে উঁচিয়ে তুলতে চায় নরমেধ
ঝান্ডা।
এখানে প্রেম নেই
প্রেমিকেরা কড়ে আঙুলে
ধৃষ্টতা ফেলে শুয়ে আছে
চুপচাপ,নির্জীব,পরস্পর,হত্যা হয়ে গেছে
মৃত মানুষের ঐহিক
আবর্তে ঢুকে পরেছে জংলার বেড়াজাল
টপকানো সম্ভব নয় ভেবে টাঙিয়ে রেখেছে
উপদ্রুত ব্যনার
হাত ধরতে চেয়েছিল যে মেয়েটি,ভালোবেসে
অপেক্ষায় ছিল যে যুবক,হাত ভর্তি
বেল কুড়ি নিয়ে যে যুবক গাঁথতে চেয়েছিল
উদ্ভিন্নযৌবনার মালা
......মাথাগুলো ঝুলে গেছে কেন্দ্রবিন্দু হয়ে
লজ্জাভরণে।
ভর করা
শয়তান বসেছে শহরের মধ্যপন্থা জুড়ে
প্রেম আর প্রেমিকের হাত ধরে
আরেকটি আসাম,আরেকটি ক্যম্প খুলে
শুরু হবে শিল্পী নিধন।
"""""""""""""""""""""""""""""'""""""''"''''"''
* এক কবিবন্ধুর অযাচিত অন্যায় আক্রমণের প্রতিবাদে আসরের দৃষ্টি আকর্ষণ।