এমনিতেও একেই
জীবন বলে যদিও
বাঁচন মরণ সবতেই
ঘনায় যখন অহেতুক
দুর্বিসহ,ছোবলের
বেশ কিছুটা
লাগে এই মর্মস্থলে l

চেঁচিয়ে বলছে যে জন
হঠাৎ এই তারস্বরে
জানে না হায় জানেনা
কে কোথায় ধান্দা করে
গড়িয়ে ঠিক তাকেই
রুখে দেয় কব্জিগুলো
যে তখন জানার নামে
নেহাতই বেকুফ ছিল !

আসলে সব জানারই
আছে এক নিষেধ বারণ
জীবনে চলার পথেই
লুকিয়ে অগাধ পীড়ণ
কে কবে কার গালিচায়
রাখবে শুদ্ধ গোলাপ
খেয়ালের এই ভরসা
রোদে খুব খারাপ দেখায়

জানে না হায় জানেনা
একেই জীবন বলে.......Il




*রাস্তা ঘাটে হঠাৎ খেঁকিয়ে ওঠা কিছু দুর্বিনীত মানুষ যাদের ন্যুনতম সৌজন্য বোধটুকও নেই তাদেরই একজনকে উদ্দেশ্য করে লেখা.......*