খেলা নম্বর -
জীবন শিখিয়ে দেয়
এভাবেই, এভাবেই
পাল্টে নিই অমরত্ব হেঁটে যাই
পশ্চিমাকাশ -
বৈঠকে তবু বুক চিরে
মৃত্যু ডাকি বারবার, দুলেই চলি
কারে দেব বৈশাখী চোখ্
ধোঁওয়া ওঠে
মুমুর্ষ রোগ, ধর্মসুতলী
নাড়াই -
খসখসে চেম্বারে যোনিলব্ধ যারা
চলছে বিচার, গাছও আছে
কি কি আছে আর ?
সশরীর মাছের গহ্বর
আর কিছু ? কিচ্ছু না
দেশ কাল্ জুড়ে বিশাল প্রয়াগে শুধু
ওঠা আর নামা