দুয়ার খুলেছি, ছুঁয়েছি পৃথিবীর
প্রশস্ত আর
আশ্চর্য নভোতল
ভ্রূণ থেকে উঠে মায়াবী জঠরে
দেখেছি বিস্ময়ের
একতাল কৌস্তুরীয়
আমার মধ্যে সে এখন
দীর্ঘ অশান্তির নাভিগন্ধে
ছুটে চলা বিভ্রান্তির
পর্যটক, রাত্র ঘনালে শিরাময়
উল্কির মোহিনী সরগ্রামের
অবিন্যস্ত হাতছানি____