নেই তোর কিছু নেই
ঘুম ভেঙে খুঁজে ফেরা সাঁকো রোদ্দুর
মাছ ধরা ছিপ,গভীর দুপুর
টপকানো ছাদ্
লুকোচুরি, জলের প্রপাত আর
পুতুলের বাড়ি
কোনদিন ছিল বুঝি
শূলবিদ্ধ মুখেদের সারি ?
কিছু নেই লেনদেন
ছুঁয়ে ফেরা চিলেকোঠা, জন্ম উৎসব
ছিড়ে দেওয়া জামদানি
বেড়ে ওঠা আলগোছে, লুব্ধ মোচ্ছব
সবটাই ঠিক ছিল
শুধু রাত্র নিবিড়ে, শিশিরে শিশিরে
যে কুসুম ফুটেছিল
ভোরে তার পাত্র বদল।