কেমন করে ছেড়ে গেলি সই
একলা ফেলে, খুব নীরবে আগল খুলে
কেমন করে মুখ লুকালি
না বলেই এমন কি তোর কাজ জরুরি
চলেই গেলি বললি না তো
ফিরবি কবে,আর দেবে কে তোরই মত
মন ভরানো সোহাগ গুলি
কোন প্রভাতে রাগ করেছিস বুঝিনি তো
কিসের দোষে, তাই বলে কি
ছেড়েই যাবি সবটা স্মৃতির দরজা খুলে।
না হয় আমি ভুল করেছি
নেইনি খবর আছিস কেমন
তাই বলে কি ফিরবি না আর
ঠিক হল কি এই অভিমান ?
মনের কোনে তোরই ছবি খুব গোপনে
লুকিয়েছিল ভালোবাসার
জানলি না তুই,ভুল করে সেই
কাটিয়ে গেলি সকল বাঁধন।
চোখ ভেসে যায়,কেউ বোঝে না
ছোট্ট মিষ্টি সই টি আমার,রাগ করেছে
সেই অভিমান আসবে না আর
সই টি আমার।
**কত স্মৃতি কত কথা কত যেন চেনা,নিমেষে স্তব্ধ হল কেউ জানলোনা। আমি ভাবতে পারছি না রীনা বিশ্বাস মৈত্র আর নেই। এত সুন্দর মন্তব্য এত আপনার
এমন আর কেউ করে নি। ফেটে যাচ্ছে
অন্তর। বাকরুদ্ধ আমি মেনে নিতে পারছি
না রীনা আমার সই টি আর নেই।
যেখানেই থাকিস পরমেশ্বর তোকে শান্তি দিক সই।