ভেবেই নিলে সন্ধি শুধুই আলোকপ্রভা
যে মন জ্বালায় অন্তরে তার নিখাদ সখা
তার পাশেও আরেক জ্ঞাতি অনন্য সে
ঐশি আলোর ঠিক পরেই আঁধার আসে !
বাঁধবে বলে হাত বাড়ালেই যায় না ধরা
খুব সাদরে ডাকলে কাছে হঠাৎ যে জন
সুযোগ খুঁজে খন্ডিত হয় যখন তখন
খন্ডিত মেঘ বুঝবে কি সে কোন অধরা ?
জ্বললে হৃদয় একাই তুমি সঙ্গী ক'জন
শেষ মালাটি কে পরাবে উত্তরাধের
সোহাগ ভরে ডাকবে কি আর সেই পরিজন
যেটুক শ্রমে গুছিয়ে ছিলে সঙ্গ সাধের !
সেও চেনে মূলতানী মেঘ সই পাতানো
বুক চিরে সেই সংজ্ঞা দেখায় প্রেম পিড়িতি
ছাদ রয়েছে অটুট তারি স্থাণ সাজানো
তোমার আমার সন্ধিগুলো নিছক স্মৃতি !