মেঘ ঘনালে কেউ বলে ঝড় হবে
ঝাপসা হবে স্পষ্ট দেখায় যাকে
মনের ঘরে লুকিয়ে ধূসর এলে
কেউ বলেনা বৃষ্টি ধোয়াক তাকে |
উদাস হলে মন কেমনের সুর
কজন বোঝে গোলাপ না ক্যকটাস্
কিছু ক্ষত সত্যি কি যায় দেখা
দগদগে ঘাঁও নিঙরানো বিশ্বাস |
শরীর বিঁধে মনের ঘরের বলি
মন আসলে অদৃশ্য এক খাঁচা
মানুষ, খুঁজো যতই প্রেমী বলে
ঠিক জানোনা মৃত্যু নাকি বাঁচা |
ঠিক কতটা হৃদয় আছে রাখা
মানুষ নামের পাত্রে শুধুই ফাঁকি
আজ দেখেছি মর্মে দুচোখ আলো
কাল বলেতো অন্ধ ছিল ভালো |
অক্ষরেও বিশুদ্ধ ক্ষোভ থাকে
উৎপাদিত পরিত্রাণের স্বর
মেঘ জমেছে বৃষ্টি হবে এবার
বলছে যারা ' অশুদ্ধ অক্ষর |
ঠিক কতটা পেরোলে সংশয়
সঠিক বলে বেঠিক নিয়মটায়
কেউ বলেছে খাপছাড়া মিথ্যে
সত্যিটা যে ভিষণ নিরুপায় |