অতকিছু কেন ?
অধ্যায় তো তিন
দিনশেষে বৈকুন্ঠের দ্বারে
ছাড়পত্র লাগেনা কোন
দুর্বহ মাতৃকোলে
উদোম শিশুর প্রত্যঙ্গায়নের মতো
তিনহাত
শূণ্যেই প্রত্যাবর্তন !

""""""""""'""'''''''''''""'"''"
উর্দ্ধ অধ: শেষে সেই
প্রত্যন্তে অবরোহন !
মধ্যে যবনিকা, সমুখে দর্শক
নেচে,কুঁদে,হেসে খেলে
বৃত্তে ফিরে আসা !

""""""''''''''''"""''''''''''''''''''"'

বৃত্ত জুড়ে থাকা
এ জীবন
জন্ম মৃত্যু লয়ে - ঘুড়েফিরে জঠর কাহিনী
বেরিয়ে-ই আর্তস্বর
স্বর্ণাচলে যৌবন দুলিয়ে
অন্তিম ফিরে চলা অগ্নিবলয়ে !

অতকিছু কেন ?