ওখানে আমার প্রিয় আর ঘরবাড়ি
নিষেধ প্রাচীর হঠাৎ দিয়েছ তুলে
হাজার শিশুর রুটিতে বুটের আঁওয়াজ
কুড়িয়ে নিয়েছি ভিক্ষার বিনিময়ে -
ওইখানে আছে প্রিয় ছন্দের সূচি
দু'জনায় মিলে হরদম প্রস্তুতি
প্রাচীর তুলেছ মধ্যের দরবারে
ছিড়েছ যাবৎ যোগাযোগ সন্ততি !
যত্নের সেই কৌটোয় মোড়া আজও
গার্নিশ করা শৌখিন নাকদানি
ছেয়েছে সে আকাশে কালো ধোঁয়া
উঁচিয়ে আঙুল হু হুঙ্কারের ধ্বনি !
জ্বলেনি চুলায় মৃত পরে আছে
উপোসের খেরো খাতা,খোলেনি দুয়ার
প্রাচীর নিষেধে ছারখার বন্ধুতা
রুটির ভাঁড়ারে জলন্ত বোমা বারুদের
সংস্থান, কেড়েছে কাপড় জামা ছিঁড়ে গেছে
শিরদাঁড়ে কড়াঘাত্ , লুটেছে তাদের
মসনদ রেডি , আমরা অকিঞ্চণ !