যেমনটা আছি.......
ঠিক
তেমন থাকতে দে
বুকের অতলে জ্বলন্ত ভিসুভিয়াস পুষে
ঢেকে দিয়েছি অগ্নি বলয়,
উদ্গীরণের জ্বালা তাই ভীষণ পোষ মানা
একান্ত অভ্যেস
মাঝে মধ্যে নাড়ি ভূড়ি পাঁকিয়ে ওঠে
অঙ্গারের শৃঙ্গার
তোর নিরবধি যাতায়াত টের পাই
একেকটা কর্ষণ টেনে আনে
মধ্যস্তর থেকে উঠে আসে লাভা
কখনও বিদ্ধস্ত হয়ে পরি
হুশ ফিরে দোর দিই নিশুতির ঘরে
তোর বুকের ঠিক মধ্যিখানটা বড় কাছে টানে
মধ্যরাতের পিপাসার চিবুক
আমায় কষাঘাত করে,হৃৎপিন্ড জল চায়
হাড় হাভাতের মত হাতরাই
তোর এলিয়ে যাওয়া ভগ্নাংশে
পরমায়ু ছিটকে বেড়িয়ে আসে একদলা
নোনা জল I