মা আমার শক্তি ছিলনা
পাঁচ ছয় খাদকের দাঁতনখ
যেই সবে ভোর হল,চোখ মেলে
সবে আমি চেয়েছি
বুঝিনি মা এই বুঝি শেষ হবে লেনদেন
কোলে কাঁখে শিশুরা
মন আমার মাতৃত্ব ছেয়েছে
আচমকা কি যে হল
হিংস্রেরা কেড়ে নিল এ জীবন
ওরা চার পাঁচজন একা আমি অসহায়
পারিনি মা শক্তিতে
তবু আমি বাঁচতেই চেয়েছি
স্নেহ যে গো ছেয়ে আছে বুকটায়
তবু চলে যেতে হল বড় অসময়
কত গেছি এসেছি মা হরদম
ওরা বুঝি তাকে ছিল
পারেনিতো কোনদিনই মারতে
সহসা কঠিন দাঁত
ছিড়ে দিল হাড়গোড় পশ্চাৎ
নিভে গেল দৃষ্টি
আবছায় তোমাদের মুখটা
অচেতন হল সব আমি তুমি
আমাদের পথটা
দেবেনা বাঁচতে তাই ঢোক গিলে সহসাই
ছিড়ে দিল এ নাড়ির বন্ধণ
নিলি এসে কোলে তুই
কাঁদালি ভেসে এ আমার
অচেতন দেহটায়
চলে যাই মাগো এই শেষ তোর
এ হৃদয় বন্ধণ,শেষ হল ভালোবাসা
নিভে এল আলো আশা
থামা মাগো অহেতুক ক্রন্দন।
* আমার পোষ্য বিড়াল ঝিমলির অকাল মৃত্যুতে আমার কান্না ভরা নিবেদন - একাকীত্ব কাটাতে পোষ্য রাখুন, ডাক্তারের কথায় একাধিক পোষ্য সারমেয়, বিড়াল পুষেছিলাম। আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলছি ওরা সাঙ্ঘাতিক আপন হয়। ওদের স্নান করানো, পরিচর্যা,সুন্দর করে রাখার সমস্ত কাজের মধ্যে আনন্দ পেতাম সন্তানের মত। কিন্তু বড় আক্ষেপের বিষয় বাঁচাতে পারি নি ওদের একজনকেও। চরম হিংস্রতার কড়াল থাবা কেড়ে নিয়েছে ওদের প্রাণ। সেই থেকে একা হয়ে গেছি।