বসন্তে আজ নির্দয় প্রাণসখা
রাঙিয়ে দিয়েছে পূর্ণপত্রগুলি
মনের দুয়ারে সান্ধ্য জ্বলেনি
পরেনি যতন ধূসর গোধূল মাখা
শরীরেরা আজ বড্ড ছন্নছাড়া
অবাধ্য হয় মন জুড়ে চলাচল্
ভাঙা মন জুড়ে বেদন বাঁশরীকার
বাজায় কে যেন উদ্দাম পথহারা
সুখে থাকে যারা উঁচু উঁচু হাবভাব
পরোয়া করেনা বেদনা হা পিত্যেশ
পায়রা তাদের শখের বাগান বাটি
সুখে থাকাদের দরবারী কবুতর।