লোকটি এত নির্দয় মনে হয়নি আগে
নদী হতে পারত,ঝর্না হতে পারত
নিতান্ত একটি স্নিগ্ধ সরোবর l
ভেঙে দিতে পারত ক্ষুদ্র প্রকোষ্ঠ
ভাষা দিতে পারত,হাসি দিতে পারত
কান্না দিলেও ক্ষতি ছিলনা কোন
কিন্তু গনগনে তাপের একরাশ বিষাদ
ছড়িয়ে দিল চারপাশটায়,উপড়ে নিল কর্ণিয়া
দৃষ্টির যোগাযোগ, রক্তের গতিবেগ
বেড়ির পায়ের টলোমলো দ্বন্দে
প্রেক্ষাপট তখন যোজন হয়ে চলেছে
বর্তমান,ভবিতব্যের জন্মলগ্নে
ক্রমাগত বৃষ্টি চোখের
এক এবং একাকিত্বের আজন্ম অশ্রু
তখনও নাছোড় ও
লোকটি এত ধূর্ত জানা হতনা কখনো
যদি শল্যবিদের কাছে
হার্ট প্রোকোষ্টের উল্টো ছবিটা ধরা না পরত l